Total Pageviews

Profile of Professor Dr. Avra Das Bhowmik

Share:

Profile of Professor Dr. Avra Das Bhowmik


Prof. Dr. Avra Das Bhowmik


Prof. Dr. Avra Das Bhowmik

MBBS, FCPS (Psychiatry), Fellow (WHO, Thailand)
Member American Psychiatric Association
Psychiatry / Mental Health Specialist
Ex Director & Professor of Psychiatry
National Institute of Mental Health, Dhaka

Chamber: Popular Diagnostic Centre Ltd. Mirpur
Room: 307 House: 67 Road-5, Block-C, Section-6, Mirpur-10, Dhaka
Visiting Hours: 7.00pm - 11.00pm 
For Appointment: 09613787807


Professor Dr. Avra Das Bhowmik



Professor Dr. Avra Das Bhowmik


বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক, অধ্যাপক সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি ১৯৯৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাশ করেন। তিনি ২০০১ সালে ২০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০০৩ সালে বিসিপিএস হতে এফসিপিএস পার্ট ওয়ান (সাইকিয়াট্রি) পাশ করেন। অতপর ময়মনসিংহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও বিএসএমএমইউ-তে প্রশিক্ষণ গ্রহন শেষ করে ২০০৯ সালে জানুয়ারিতে এফসিপিএস পার্ট ২ সাইকিয়াট্রিস্ট পাশ করেন। এরপর তিনি সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি (চলতি দায়িত্ব) হিসেবে ২০০৯ সালের জুন মাসে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে যোগদান করেন। ২০১৪ সালে সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি (নিয়মিত) হিসেবে পদোন্নতি পান। ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি (নিয়মিত) হিসেবে পদোন্নতি পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় যোগদান করেন। ২০১৯ সাল থেকে তিনি সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে এবং এর পর অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছেন।

* বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার এই পর্যন্ত ২২টি অরিজিনাল ও রিভিউ আর্টিকেল প্রকাশিত হয়েছে।

* তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর লাইফ মেম্বার ও বর্তমান কার্যকরী কমিটির (ইসি কমিটির) নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

* তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব চাইল্ড এন্ড এডোলোসেন্ট মেনটাল হেলথের আজীবন সদস্য ও প্রাক্তন কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

* তিনি আমেরিকান সাইকিয়াট্রি এসোসিয়েশন এর একজন মেম্বার।

* তিনি WHO ফেলোশিপ নিয়ে থাইল্যান্ডে কমিউনিটি মেন্টাল হেলথ এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

* তিনি মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় মানসিক স্বাস্থ্যের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

* তিনি দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ড ও স্পেনে মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

* তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস হতে প্রকাশিত সিজোফ্রেনিয়া গাইডলাইন এর আহবায়ক হিসেবে সাফল্যের সাথে এটি প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

* তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর বাইপোলার মুড ডিজঅর্ডার ও এংজাইটি গাইড লাইন প্রনয়ন কমিটির সদস্য হিসেবে এই দুটি গাইড লাইন প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

* সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডারসহ গুরুতর মানসিক রোগ এবং দুঃশ্চিন্তা (Anxiety), বিষণ্ণতা (Depression), মাদকাসক্তি নিরাময় বিষয়ে তার বিশেষ আগ্রহ ও গবেষণা আছে।


Professor Dr. Avra Das Bhowmik




Chamber Location: